এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
অতিরিক্ত ক্লাস নেওয়ার অজুহাতে এক নাবালিকা–সহ দুই ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। শনিবার রাতে ভোপাল জেলার ছোলায় ঘটনাটি ঘটেছে। রবিবারই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা দুই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা দুই ছাত্রী ঘটনাচক্রে দুই বোন। অভিযুক্ত শিক্ষকের নাম বীরেন্দ্র ত্রিপাঠী। ছোলায় একটি কোচিং সেন্টার চালাতেন তিনি। শনিবার সন্ধ্যায় অতিরিক্ত ক্লাসের নাম করে ওই দুই ছাত্রীকে ডেকে পাঠান বীরেন্দ্র। এর পর একে একে ঘরে ডেকে দুই বোনকেই যৌন হেনস্থা করেন তিনি।
বাড়ি ফিরে দুই বোন সব কথা জানালে দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তাদের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পর দিনই ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতাদের মধ্যে এক জন নাবালিকা। ওই দুই বোনকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ধৃত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, মামলা হয়েছে পকসো আইনেো। অতীতে ওই শিক্ষক আরও কোনও ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন কি না, তা জানতে কোচিং সেন্টারের অন্য ছাত্রীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।