Islampur

খুনের মামলায় অভিযুক্তকে যাবজ্জীবনের সাজা শোনাল ইসলামপুরের আদালত

শনিবার আদালতের ফাস্টট্র্যাক কোর্টের বিচারক নীলাঞ্জন দে অভিযুক্তকে ওই সাজা শুনিয়েছেন। সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। পাশাপাশি, প্রমাণ লোপাটের জন্য অতিরিক্ত তিন বছরের সাজা এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

খুনের মামলায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম আসকার আলি। বাড়ি চাকুলিয়া থানার গোদাশিমল এলাকায়।

Advertisement

২০২২ সালের মে মাসের এক সন্ধ্যায় এলাকারই বাসিন্দা মহম্মদ ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। পর দিন বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাগসুর এলাকার একটি মাঠ থেকে মহম্মদ ইসলাম নামে ৪০ বছরের ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এর পরেই আসকারের বিরুদ্ধে বাড়ি থেকে ঢেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আসকারকে গ্রেফতার করে চাকুলিয়া থানার পুলিশ। মামলার ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা পড়ে। শুরু হয় বিচারপ্রক্রিয়া। দোষী সাব্যস্ত হন আসকার।

ওই মামলাতেই প্রায় ২ বছর ৭ মাস পর দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইসলামপুর মহকুমা আদালত। শনিবার আদালতের ফাস্টট্র্যাক কোর্টের বিচারক নীলাঞ্জন দে অভিযুক্তকে ওই সাজা শুনিয়েছেন। সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড। পাশাপাশি, প্রমাণ লোপাটের জন্য অতিরিক্ত তিন বছরের সাজা এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্তের সাজা ঘোষণার পর খুশি নিহত মহম্মদ ইসলামের পরিবারের সদস্যেরা। নিহতের ছেলে মহম্মদ আসিকুল বলেন, ‘‘বাবা চলে গিয়েছেন, সেই দুঃখ তো যাওয়ার নয়! তবু দোষীর সাজা হয়েছে দেখে স্বস্তি হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement