প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র
এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ১০ কোটি ছাড়িয়ে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুগামীর সংখ্যা। আপাতদৃষ্টিতে সমসাময়িক সমস্ত রাষ্ট্রপ্রধানের মধ্যে এ ব্যাপারে তিনিই সবার আগে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো— কেউই অনুগামীর সংখ্যায় তাঁর ধারেকাছে নেই।
রবিবার তাঁর অনুগামী সংখ্যা ১০ কোটি ছোঁয়ার পরে মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘এই ঝকঝকে সংযোগ মাধ্যমে থাকতে পেরে আমি খুশি। যেখানে আলোচনা, বিতর্ক, মৌলিক ভাবনা চিন্তা, গঠনমূলক সমালোচনা এবং আরও অনেক কিছু একসঙ্গে পাওয়া যায় এবং উপভোগও করা যায়। ভবিষ্যতেও এমনই আরও ভাল ভাল অভিজ্ঞতার আশায় থাকব।’’
প্রধানমন্ত্রীর মোদীর কাছাকাছি অনুগামী সংখ্যায় রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর অনুগামীর সংখ্যা ৮.৭ কোটি। প্রেসিডেন্ট বাইডেনের অনুগামী সংখ্যা ৩.৮ কোটি। দুবাইয়ের শাসক শেখ মহম্মদের অনুগামী সংখ্যা ১.১২ কোটি। পোপ ফ্রান্সিসের অনুগামী সংখ্যা ১.৮৫ কোটি। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর অনুগামী সংখ্যা ৬৫ লক্ষ এবং ইটালির প্রধানমন্ত্রী মেলোনির অনুগামী ২৪ লক্ষ।
দেশে অনুগামী সংখ্যায় মোদীর সবচেয়ে কাছে আছেন বিরাট কোহলি। তাঁর অনুগামী সংখ্যা ৬.৪১ কোটি। তার পরেই অমিতাভ বচ্চন। অনুগামী সংখ্যা ৪.৮৯ কোটি। শাহরুখ খানের ৪.৪১ কোটি অনুগামী এবং সচিন তেন্ডুলকরের অনুগামী ৪.০২ কোটি।
২০২১ সালেই মোদীর এক্স অনুগামী সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছিল। তার আগে ২০১৯ সালে অবশ্য এক লক্ষ অনুগামী হারিয়েছিলেন মোদী।