Narendra Modi

২৬শে ‘বীর বাল দিবস’ পালনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে গুরু গোবিন্দ সিংহের ‘প্রকাশ পূরবেই’ ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’-এর অনুষ্ঠানের কথা ঘোষণা করেছিলেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ ০৮:৫১
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

‘বীর বাল দিবস’ উপলক্ষে ২৬ ডিসেম্বর দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর সাড়ে বারোটা নাগাদ সেখানে একটি কীর্তনের অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। তার পরে দিল্লিতে তিন হাজার বালক-বালিকার মিছিলের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে গুরু গোবিন্দ সিংহের ‘প্রকাশ পূরবেই’ ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’-এর অনুষ্ঠানের কথা ঘোষণা করেছিলেন মোদী। গুরু গোবিন্দ সিংহের ছেলে সাহিবজ়াদা বাবা জ়োরাওয়ার সিংহ ও বাবা ফতে সিংহের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান। রাজনীতিকদের মতে, শিখ ভোটের লক্ষ্যেই এই উদ্যোগ মোদীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement