Narendra Modi

Narendra Modi: কেদারনাথে রুদ্রাভিষেকে অংশ নিলেন মোদী, উদ্বোধন করলেন আদি শঙ্করাচার্যের মূর্তি

রুদ্রাভিষেক এবং মূর্তি উন্মোচনের পাশাপাশি শুক্রবার ৪০০ কোটি টাকার কেদারনাথ ধাম পুনর্গঠন কর্মসূচিরও উদ্বোধন করেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

দেহরাদূন শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৩:৩৭
Share:

কেদারনাথে প্রধানমন্ত্রী মোদী। ছবি: পিটিআই।

পঞ্চম বার কেদারনাথ মন্দিরে গিয়ে রুদ্রাভিষেকে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, শুক্রবার তিনি কেদারনাথে উদ্বোধন করেন আদি শঙ্করাচার্যের মূর্তির।

Advertisement

শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ দেহরাদূন বিমানবন্দরে পৌঁছন মোদী। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিংহ এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। দেহরাদূন থেকে ভারতীয় বায়ুসেনার থেকে হেলিকপ্টারে কেদারনাথ যাত্রা করেন মোদী।

রুদ্রাভিষেক এবং মূর্তি উন্মোচনের পাশাপাশি শুক্রবার ৪০০ কোটি টাকার কেদারনাথ ধাম পুনর্গঠন কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা করেন তিনি। নতুন প্রকল্পের উদ্বোধনও করেন। মোদী বলেন, ‘‘২০১৩ সালের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেদারনাথ তীর্থক্ষেত্র পুনর্গঠনের কথা বার বারই আমার অন্তর বলেছে।’’ প্রধানমন্ত্রী জানান, শীঘ্রই ‘রোপওয়ে’ যোগাযোগ চালু হবে উত্তরাখণ্ডের শিখ তীর্থক্ষেত্র হেমকুন্ড সাহিবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement