Bihar

Hooch Tragedy: ফের বিষমদ-কাণ্ড বিহারে, পশ্চিম চম্পারন জেলায় মৃত আট, অসুস্থ অন্তত ১০

২০১৬-য় বিহার জুড়ে মদ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অভিযোগ, তার পরই ওই রাজ্যে বেআইনি চোলাই ব্যবসার রমরমা বেড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ২০:২৯
Share:

প্রতীকী ছবি।

ফের বিষমদে মৃত্যুর ঘটনার সাক্ষী হল নীতীশ কুমারের রাজ্য। বুধবার রাতে বিহারের পশ্চিম চম্পারন জেলার নওতন থানা এলাকায় ওই ঘটনায় এ পর্যন্ত অন্তত আট জনের মৃত্যু হয়েছে। অসুস্থ ১০ জনেরও বেশি।

পুলিশ সূত্রের খবর, বিষমদ পান করার পর অসুস্থদের বমি, মাথাব্যথা এবং দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। এর পরেই শুরু হয় মৃত্যু মিছিল। পশ্চিম চম্পারনের জেলাশাসক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত দু’প্তাহের মধ্যে এই নিযে বিহারে বিষমদের বলি হলেন ২২ জন। সোমবার রাতে গোপালগঞ্জ জেলায় বিষাক্ত চোলাই খেয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। তার আগে অক্টোবরের শেষ সপ্তাহে মুজফ্‌ফরপুরে বিষমদের বলি হন পাঁচ জন।

২০১৬-য় বিহার জুড়ে মদ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অভিযোগ, তার পর থেকেই ওই রাজ্যে বেআইনি চোলাই ব্যবসার রমরমা বেড়েছে। গত পাঁচ বছরে বিহারে কয়েক হাজার মানুষ বিষমদের শিকার হয়েছেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement