Narendra Modi

Narendra Modi: সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ নরেন্দ্র মোদীর

শুক্রবার গুরু নানকের জন্মদিন। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে মাহোবা সেচ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার পর যাবেন ঝাঁসিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০৮:৪৬
Share:

ফাইল চিত্র।

শুক্রবার সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে শুক্রবার সকাল ৮টায় একটি টুইট করে এ কথা জানানো হয়েছে।

পিএমও লিখেছে, ‘আজ শ্রী গুরু নানক দেব জি-র জন্মদিন। আজ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মাহোবায় সেচ সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করবেন। তার পর তিনি ঝাঁসি যাবেন রাষ্ট্র রক্ষা সমর্পণ পর্বে যোগ দিতে। তবে এই সব অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন সকাল ৯টায়।’ প্রধানমন্ত্রী কী বিষয়ে বক্তৃতা দেবেন তা অবশ্য পিএমও স্পষ্ট করেনি।

Advertisement

প্রসঙ্গত, আগামী বছরের গোড়াতেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। শুক্রবারের উদ্বোধন প্রকল্পের আগে এ সপ্তাহের শুরুতেই উত্তরপ্রদেশে ৩৪০ কিলোমিটার দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে-রও উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement