ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে শুক্রবার গভীর রাতে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
প্যালেস্টাইন এবং ইজ়রায়েলের মধ্যে যুদ্ধ চলার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে শুক্রবার গভীর রাতে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। গত ৭ অক্টোবর ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পরে এই নিয়ে বিগত কয়েক দিনে বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছেন ঋষি সুনক এবং মোদী দু’জনেই।
নিজের ‘এক্স’ হ্যান্ডল-এ মোদী লিখেছেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা একমত যে সন্ত্রাসবাদ ও হিংসার কোনো স্থান নেই।” একই সঙ্গে মোদী লিখেছেন, “ইজ়রায়েল-হামাস যুদ্ধে নিরীহ মানুষের মৃত্যুতে আমরা আমাদের উদ্বেগের কথা একে অপরকে জানিয়েছি। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ক্রমাগত মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে।”
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের তরফ থেকে মুখপাত্র জানিয়েছেন, ইজ়রায়েলের উপর হামাস যে ভাবে হামলা চালিয়েছে, সেই পরিস্থিতি নিয়ে কথা হয়েছে মোদী ও সুনকের। ওই পরিস্থিতির পরিবর্তন হওয়া যে কতটা জরুরি, তা নিয়েও মত বিনিময়
হয়েছে। মোদী ও সুনক, দু’জনেই মনে করেন— হামাস কখনওই প্যালেস্টাইনের প্রতিনিধি নয়।
প্রধানমন্ত্রী হিসাবে এক বছর পূর্ণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ফোনে সুনককে অভিনন্দন জানিয়েছেন মোদী। তাঁদের কথা হয়েছে দ্বিপাক্ষিক কৌশলগত অংশিদারী জোরদার করা নিয়েও। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আগেই ইজ়রায়েল, জর্ডন, মিশর ও আরব আমিরশাহির রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এ দিন ব্রিটেনের সঙ্গে মুক্ত-বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।