Esther Hnamte

৪ বছরের মেয়ের গানে গর্বিত মোদী, জানালেন টুইটে

সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী। তার পর তা নজরে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১২:১৩
Share:

৪ বছরের এস্থার নামতে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

৪ বছরের মেয়ে। বাড়ি মিজোরাম। এ আর রহমানের ‘মা তুঝে সালাম: বন্দেমাতরম’ গানটি যথাযথ সুরে গাইছে সে। সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী। তার পর তা নজরে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাচ্চা মেয়েটির গান মন জিতেছে মোদীরও।

Advertisement

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ওই মেয়েটির গান প্রথমে নজরে এনেছিলেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, মেয়েটির নাম এস্থার নামতে। মিজোরামের লুঙ্গলেই-এ থাকে সে। জোরামথাঙ্গার টুইট শেয়ার করে মোদী লিখেছেন, ‘‘আনন্দদায়ক এবং প্রশংসনীয়! এস্থার নামতের গানের জন্য গর্বিত।’’

দেখুন সেই টুইট—

Advertisement

এস্থার নামতের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানেই এই ভিডিয়োটি আপলোড করা হয়েছিল অক্টোবরে। ৮ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ৪ বছরের এস্থারের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ৮৭ হাজার।

আরও পড়ুন: এক দিনে ১৯ জনসভা, বাবার রেকর্ড ভাঙলেন লালুপুত্র তেজস্বী

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আক্রান্ত কমে ৪৫ হাজার, দেশে মোট সুস্থ বেড়ে ৭৫ লাখ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement