Narendra Modi

উত্তরপ্রদেশে ভোটে ‘রামজন্মভূমি’ই তাস? অযোধ্যা নিয়ে বৈঠকে মোদী আর যোগী

বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সমাজবাদী পার্টি। তার মধ্যেই যোগীরাজ্যে বিজেপি-র অভ্যন্তরীণ সমস্যার কথা সামনে এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৫:৩৪
Share:

শনিবার ভার্চুয়াল বৈঠক করেন দুই নেতা। ফাইল চিত্র।

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার অযোধ্যার উন্নয়ন নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অযোধ্যাকে ভারত তথা বিশ্বের আধ্যাত্মিকতা ও পর্যটনের প্রধান কেন্দ্র হিসাবে কী ভাবে গড়ে তোলা হবে সেই নিয়েই আলোচনা হয়েছে।

Advertisement

যোগী ছাড়াও উত্তরপ্রদেশের দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও দীনেশ শর্মাও উপস্থিত ছিলেন বৈঠকে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, অযোধ্যাকে আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্ব জুড়ে পর্যটনের প্রধান কেন্দ্র ও স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে বৈঠকে।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, সরযূ নদী ও তার ঘাটগুলির উন্নয়ন, রাস্তাঘাট, বিমানবন্দর, স্টেশন, হোটেল পরিষেবার উন্নতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘অযোধ্যাযর যেমন আধ্যাত্মিক মাহাত্ম্য রয়েছে তেমনই এটি একটি পর্যটন কেন্দ্র। তাই যাতে পর্যটক ও পুণ্যার্থী, দুই ধরনের মানুষই অযোধ্যায় আসতে পছন্দ করেন সেই পরিকল্পনা নিতে হবে আমাদের।’’

Advertisement

আগামী বছর বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সমাজবাদী পার্টি। তার মধ্যেই যোগীরাজ্যে বিজেপি-র অভ্যন্তরীণ সমস্যার কথা সামনে এসেছে। এই পরিস্থিতিতে অযোধ্যাকেই উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপি পাখির চোখ করতে চাইছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। সেই জন্যই এই বৈঠক বলে মনে করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement