চন্দ্রচূড়ের বাড়িতে নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সরকার বাসভবনে আয়োজিত গণেশ পুজোর অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে। প্রধান বিচারপতির নয়াদিল্লির সরকারি বাসভবনে।
প্রধান বিচারপতির বাসভবনে আয়োজিত সেই গণপতি পুজোর ছবিতে দেখা গিয়েছে, প্রজ্বলিত প্রদীপের থালা হাতে আরতি করছেন প্রধানমন্ত্রী। তাঁর বাঁ দিকে রয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ডান দিকে প্রধান বিচারপতির স্ত্রী কল্পনা দাস।
তাৎপর্যপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী মাথায় দেখা গিয়েছে মরাঠীদের প্রিয় ‘মহারাষ্ট্রীয় টুপি’। প্রসঙ্গত, ভারতে মরাঠী জনগোষ্ঠীর মধ্যেই গণপতি উৎসব সবচেয়ে জনপ্রিয়। প্রধানমন্ত্রী এক্স পোস্টে গণেশ পূজোয় যোগদানের কথা জানিয়ে লিখেছেন, ‘‘প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়জি-র বাসভবনে গণেশ পুজোয় যোগ দিয়েছিলাম। ভগবান শ্রী গণেশ যেন আমাদের সকলকে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন।’’