Narendra Modi

হুবলী থেকে ভোটের ঢাকেই কাঠি মোদীর

প্রধানমন্ত্রীর বক্তব্য, “এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি। আমাদের লক্ষ্য প্রথম তিনটি অর্থনীতিতে জায়গা করে নেওয়া। তা হলে অনেক নতুন সুযোগ সামনে আসবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ০৭:৪১
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

কর্নাটকের হুবলীতে ২৬তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন মঞ্চ থেকে আজ কার্যত কর্নাটকের ভোট প্রচারের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক শিবিরের বক্তব্য, রোড শো থেকে বক্তৃতা— আজ তাঁর দীর্ঘ অনুষ্ঠানে পাখির চোখ ছিল আসন্ন বিধানসভা নির্বাচন। এক দিকে স্বামী বিবেকানন্দকে বার বার উদ্ধৃত করে রাজ্যের যুবাশক্তিকে বার্তা দিয়েছেন মোদী। অন্য দিকে, বিজেপি সরকারের কাজের খতিয়ান এবং আন্তর্জাতিক ভাবমূর্তিকে সামনে নিয়ে এসে জানিয়েছেন, আগামী দিনে ‘অমৃৎকাল’-এর সব নতুন সুযোগ আসছে দেশের নওজোয়ানদের। তাঁর কথায়, “আন্তর্জাতিক স্বর আজ বলছে এই শতাব্দী ভারতের। এটা আপনাদের শতক, দেশের যুবাদের শতক।”

Advertisement

প্রধানমন্ত্রীর কথায়, “যখনই নতুন কিছু করতে যাবেন লোকে উপহাস করবে, বিরোধিতা করবে, তার পরে স্বীকৃতি দেবে। কিছু দিন আগে আমরা যখন ডিজিটাল লেনদেন শুরু করি অনেকে ঠাট্টা করেছিল। আজ ভারত ডিজিটাল লেনদেনে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। একই ভাবে স্বচ্ছ ভারত অভিযানের সময়েও মস্করা হয়েছিল। কোভিডের টিকা নিয়েও কম কথা হয়নি। আজ গোটা বিশ্ব এই নিয়ে আলোচনা করছে।” প্রধানমন্ত্রীর বক্তব্য, “এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি। আমাদের লক্ষ্য প্রথম তিনটি অর্থনীতিতে জায়গা করে নেওয়া। তা হলে অনেক নতুন সুযোগ সামনে আসবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement