প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি— টুইটার।
অনভিজ্ঞ দল নিয়েই গাব্বায় অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারানো থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এই রকম স্পিরিট নিয়েই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে ভারতকে। অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শুক্রবার এ কথা বলেছেন মোদী। আত্মনির্ভরতার প্রসঙ্গটিও এই বক্তৃতায় আরও এক বার তুলে এনেছেন প্রধানমন্ত্রী।
এ দিন প্রধানমন্ত্রী বলেছেন, সদর্থক কিছু আশা করার জন্য ইতিবাচক মনোভাব থাকা জরুরি। এই বিষয়টিকেই আত্মনির্ভর ভারতের সারাংশ বলে উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গেই তুলে এনেছেন অস্ট্র্রেলিয়ার মাটিতে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের লড়াইকে। মোদী বলেছেন, ‘‘মনোভাব পরিবর্তনের সব থেকে ভাল উদাহরণ আমাদের ক্রিকেট দল। আমরা খারাপ ভাবে হেরেছি। কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। তার পর কঠিন পরিস্থিতিতে জিতেছি। তাঁদের অভিজ্ঞতা কম থাকলেও আত্মবিশ্বাসের জেরে ইতিহাস লিখেছেন। ক্রিকেটের এই সাফল্য জীবনের একটি বড় শিক্ষা। আমাদের উচিত, নিজেদের মনোভাবকে ইতিবাচক করে তোলা।’’
এর সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এমন একটি দেশ, যে সমস্যার সমাধানে চ্যালে়ঞ্জ নিয়ে কাজ করতে ভয় পায় না। ‘মেড ইন ইন্ডিয়া’ উপায়ের মাধ্যমে ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো এবং স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তোলার হয়েছে বলে এ দিন দাবি করেছেন প্রধামমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন, ‘‘অতিমারির শুরুতে কী করা উচিত তা নিয়ে আমরা আতঙ্কিত ছিলাম। মেড ইন ইন্ডিয়া উপায় দিয়ে আমরা কোভিডের বিরুদ্ধে লড়েছি।’’ ভারতে তৈরি টিকার প্রতি নিজের আস্থাও এ দিন স্পষ্ট করেছেন মোদী। বলেছেন, ‘‘এই অতিমারিকে বন্ধ করার ক্ষমতা রয়েছে ভারতে তৈরি টিকার। এই টিকা আমাদের বিজ্ঞানীদের উপর ভরসার ফসল।’’
স্বাধীনতার ৭৫ বছরে পদার্পণ করার বিষয়টিও দেশবাসীকে মনে করিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘আমরা স্বাধীনতার ৭৫তম বর্ষে পা দিয়েছি। এখন আমাদের একটি নতুন ভারতের (আত্মনির্ভর ভারত) জন্য বাঁচতে হবে। এই বছর থেকে স্বাধীনতার ১০০ বছর অবধি দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়।’’ তেজপুর বিশ্ববিদ্যালয়ের জৈব সার তৈরির উদ্যোগেরও এ দিন প্রশংসা করেছেন মোদী।