ফাইল চিত্র
আমেরিকা সফরে সে দেশে কাটানো মোট ৬৫ ঘণ্টার মধ্যে ২০টি আলাদা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কেন্দ্রীয় সরকার সূত্রে এ কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, বিমানে বসেও তিনি সেরেছেন মোট চারটি বৈঠক। যাওয়ার পথে ও আসার পথে এই বৈঠকগুলিতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী।
বুধবার যাওয়ার পথে বিমানে দু’টি বৈঠক করেছিলেন, তার পর হোটেলে পৌঁছে মোট তিনটি বৈঠক সেরেছিলেন মোদী। সেপ্টেম্বরের ২৩ তারিখে তিনি মোট পাঁচ জন সিইও-এর সঙ্গে আলাদা করে বৈঠক করেন। তার পর বৈঠক করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এ ছাড়া তিনটি অভ্যান্তরীণ বৈঠকও সারেন মোদী।
সেপ্টেম্বরের ২৪ তারিখে তিনি বৈঠক করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। অংশ নেন চতুর্দেশীয় অক্ষের বৈঠকে। সে দিনও অভ্যন্তরীণ চারটি বৈঠক করেন।