গুজরাতে বিজেপির জয়ে আপ্লুত নরেন্দ্র মোদী। —ফাইল ছবি
গুজরাতের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর বৃহস্পতিবার বিকেলে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফলাফলের জন্য গুজরাতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। টুইটে লিখেছেন, ভোটের ফলাফলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘ধন্যবাদ গুজরাত। এই অসাধারণ ফলাফল দেখে আমি আপ্লুত। উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছেন মানুষ। একই সঙ্গে এই উন্নয়ন আরও জোরদার করতে যে তাঁরা আগ্রহী, তা-ও বুঝিয়ে দিয়েছেন। আমি গুজরাতের জনশক্তির কাছে মাথা নত করছি।’’
প্রধানমন্ত্রীর আদি ভূমি গুজরাত। সেখানে বিপুল জয় তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে মোদীকে এগিয়ে রাখল বলেই মনে করছে গেরুয়া শিবির।
একই সঙ্গে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। আলাদা টুইট করে তিনি লিখেছেন, ‘‘বিজেপির প্রতি ভালবাসা এবং সমর্থনের জন্য হিমাচল প্রদেশের মানুষকে ধন্যবাদ জানাই। রাজ্যবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে ভবিষ্যতে আমরা আরও পরিশ্রম করব। মানুষের সমস্যাগুলির কথা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি করে তুলে ধরব।’’
গুজরাতে ১৮২টি আসনের লড়াইয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। তবে হিমাচল প্রদেশে বিজেপি জয় পায়নি। সেখানে ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস অন্তত ৪০টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ২৫টি আসনে। এই ফলের পর বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে দুই রাজ্যের মানুষকেই ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী।