দিল্লিতে ‘ফিট ইন্ডিয়া’ অভিযান সূচনা করলেন প্রধানমন্ত্রী। ছবি: পিটিআই
‘ফিট ইন্ডিয়া’ অভিযান শুরু করার জন্যে ক্রীড়া দিবসকেই বেছে নিল কেন্দ্র। ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে এই অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নিজেই।দেশের জনগণকে এই অভিযানে যোগ দেওয়ার জন্যে অনুরোধ করা হয়েছে কেন্দ্রের তরফে।
২৫ অগস্ট ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী এই অভিযানের কথা প্রথম ঘোষণা করেছিলেন। এদিন ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী উপস্থিত অভ্যাগতদের বলেন, ‘‘সুস্থ ভারত গড়তে গেলে সবার আগে চাই ফিটনেস। সাফল্যের কোনও মসৃণ পথ হয় না, সিঁড়ি ভাঙতেই হবে।’’ প্রত্যেক দেশবাসীকে খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে অনুরোধ করেন তিনি।
শুধু নরেন্দ্র মোদীই নন, এই অভিযানে উৎসাহ দান করেছেন অন্য মন্ত্রীরাও। এদিন ক্রীড়ামন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটে দেশের জনগনকে এই অভিযানে যোগ দিতে অনুরোধ করেন। প্রকল্পের প্রশংসা করে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর এই প্রকল্পে অভাবনীয় সাড়া মিলেছে ইতিমধ্যেই। বহু রাজ্যের মুখ্যমন্ত্রী, কর্পোরেট সংস্থা এই উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছেন।’
আরও পড়ুন:কয়লা উত্তোলনে এফডিআইয়ের দরজা পুরোপুরি খুলে দিল কেন্দ্র
আরও পড়ুন: ‘কাশ্মীর কবেই বা পাকিস্তানের ছিল? এত কান্নাকাটি কেন ইসলামাবাদের?’ কটাক্ষ রাজনাথের
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ফিট ইন্ডিয়া অভিযানের মূল উদ্দেশ্য দেশবাসীকে শারীরিক সক্রিয়তা বাড়াতে উদ্যোগী করে তোলা। একটি উপদেষ্টা কমিটিও গড়ে তোলা হয়েছে। কমিটিতে রয়েছেন, ভারতীয় অলিম্পিক অ্যাসোশিয়েশন, ন্যাশনাল স্পোর্টস ফাউন্ডেশন ও বেশ কিছু বেসরকারি সংস্থার সদস্য ও ফিটনেস প্রোমোটাররা।
২৮ জনের এই কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু, সরকারি বিভিন্ন দফতর থেকে নিযুক্ত হয়েছেন ১২ জন।