Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Business News

কয়লা উত্তোলনে এফডিআইয়ের দরজা পুরোপুরি খুলে দিল কেন্দ্র

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট প্রস্তাবগুলি অনুমোদিত হয়েছে। তাতে বলা হয়েছে, কয়লা উত্তোলন ও চুক্তির ভিত্তিতে অন্য সংস্থার জন্য উৎপাদনে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যাবে। ডিজিটাল মাধ্যমের ক্ষেত্রে তা হবে ২৬ শতাংশ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ১৫:৪৩
Share: Save:

দেশের আর্থিক বৃদ্ধির গতি বাড়াতে আরও বেশি করে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) টানতে উদ্যোগী হল কেন্দ্র। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজাটা আরও হাট করে খুলে দেওয়া হল কয়লা উত্তোলন, চুক্তির ভিত্তিতে অন্য সংস্থার জন্য উৎপাদন ও ডিজিটাল মাধ্যমের ক্ষেত্রে।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট প্রস্তাবগুলি অনুমোদিত হয়েছে। তাতে বলা হয়েছে, কয়লা উত্তোলন ও চুক্তির ভিত্তিতে উৎপাদনে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ করা যাবে। ডিজিটাল মাধ্যমের ক্ষেত্রে তা হবে ২৬ শতাংশ।

এক ব্র্যান্ডের খুচরো ব্যবসাকে আন্তর্জাতিক বাজারে আকর্ষণীয় করে তুলতে নিয়মকানুন সহজ করা হয়েছে। আলাদা ভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকও বিমা ক্ষেত্রে মধ্যস্থতায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রস্তাবে সায় দিয়েছে। এই সবগুলিই এ বার বলা হয়েছিল বাজেট ঘোষণায়। শুধু অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রস্তাবটি এখনও পাশ হয়নি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ‘‘এই পরিবর্তনগুলির ফলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি আগ্রহী হবেন ভারতে বিনিয়োগের ক্ষেত্রে। তাতে বিনিয়োগ যেমন বাড়বে, তেমনই বাড়বে কর্মসংস্থানের সুযোগ ও দেশের আর্থিক বৃদ্ধির গতি।’’

আরও পড়ুন- ভারতে প্রথম নিজস্ব অনলাইন এবং অফলাইন স্টোর চালু করতে চলেছে অ্যাপল​

আরও পড়ুন- রাতের অন্ধাকরে একেবারে ভ্যানিশ! বিশ্বের সব থেকে কালো গাড়ি আনছে বিএমডব্লু​

অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিদেশি বিনিয়োগ আরও বেশি করে টানার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলি বড় বড় বিদেশি বিনিয়োগকারীদের এ দেশে বিনিয়োগে আরও আগ্রহী করে তুলবে। জাপানি রিটেলার ‘ইউনিকলো’ এবং সুইডিশ আসবাবপত্র নির্মাতা ‘আইকিয়া’ এ বার অনলাইনে বিক্রিবাট্টা শুরু করতে পারবে।

অন্য দিকে চুক্তির ভিত্তিতে উৎপাদনের ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজাটা আরও হাট করে খুলে দিয়ে অ্যাপলের মতো সংস্থাকে ভারতে বিনিয়োগের ব্যাপারে আরও আগ্রহী করে তোলা সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE