Narendra Modi

দিল্লিতে অমিত, রাজনাথের সঙ্গে জরুরি বৈঠক করলেন মোদী

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি নিয়ে রবিবার বিস্তারিত আলোচনা করেছেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২২:১০
Share:

ফাইল চিত্র

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ-সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে রবিবার জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে মোদীর বাসভবনে এই বৈঠক হয় বলে খবর পাওয়া গিয়েছে। বৈঠকে অমিত, রাজনাথ ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রেলমন্ত্রী পীযূষ গয়াল। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি নিয়ে রবিবার বিস্তারিত আলোচনা করেছেন মোদী। যদিও, কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোনও ভাবেই তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি।

Advertisement

অন্য একটি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, কেন্দ্রের বিভিন্ন দফতরের কাজকর্ম কেমন চলছে, তা নিয়েই আলোচনা করেছেন মোদী। এক মাসে এই নিয়ে তাঁর মন্ত্রিসভার বিভিন্ন দফতরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে, এটিও তেমনই একটি বৈঠক ছিল। গত সপ্তাহে রাজনাথ সিংহ ও নিতিন গডকড়ীর সঙ্গে বৈঠক করেছিলেন মোদী। এই বৈঠকে কী আলোচনা হচ্ছে, তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement