সেতু-বিপর্যয়ের পরের দিন গুজরাতে একতা দিবসের ভাষণ প্রধানমন্ত্রীর। ছবি: সংগৃহীত।
একতা দিবসের ভাষণে গুজরাতে সেতু বিপর্যয়ের জন্য দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর গুজরাত সফরের মধ্যেই মোরবীতে নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহতের সংখ্যাও অনেক। রবিবার রাতের বিপর্যয়ের পর সোমবার গুজরাত থেকেই একতা দিবস উপলক্ষে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “গুজরাতের জন্য গোটা দেশ প্রার্থনা করছে।”
প্রধানমন্ত্রী জানান, গুজরাতের উদ্ধারকার্যে কেন্দ্রীয় সরকার কোনও ত্রুটি রাখবে না। জনতার উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমার মন পড়ে আছে সেতু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছে। আমার জীবনে এমন দুঃখ খুব কমই পেয়েছি। এক দিকে আমার মন ভারাক্রান্ত, অন্য দিকে আমি কর্তব্য পালন করে চলেছি।’’
সোমবার সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুজরাতের কেভাদিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘রাষ্ট্রীয় একতা দিবস এবং সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী শুধু তারিখ মাত্র নয়। এই দিনটি আমাদের সংস্কৃতিকে প্রতিফলিত করে। যখনই দেশে কোনও বিপর্যয় ঘটে, দেশের মানুষ একজোট হয়।’’ গুজরাতের ঘটনাও দেশকে এক সূত্রে বেঁধেছে বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মোরবীতে দুর্ঘটনার খবর পেয়ে গোটা দেশের মানুষ প্রার্থনা করেছে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন।’’
রবিবার রাতে মোরবীতে মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু আচমকা ভেঙে পড়ে। সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রবিবার সারা রাত ধরে মাচ্ছু নদীতে উদ্ধারকার্য চলেছে। স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী-সহ অন্তত ২০০ জন উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। ঘটনায় মৃতদের পরিবারের জন্য গুজরাত সরকার ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করবে সরকার।
সেতুটি দীর্ঘ ৭ মাস বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণের পর ৬ দিন আগেই তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। কী ভাবে এত বড় বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। মোরবীতে বিপর্যয়ের পর গুজরাতে একতা দিবসে প্রধানমন্ত্রীর রোড শো বাতিল করা হয়েছে।