মধ্যপ্রদেশের বালাঘাটে ভেঙে পড়ল চার্টার্ড বিমান। ছবি: টুইটার।
মধ্যপ্রদেশের বালাঘাটে ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান। তাতে এক শিক্ষানবিশ মহিলা পাইলট এবং একজন প্রশিক্ষক ছিলেন। দু’জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিমানটি মহারাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।
বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভ জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দু’টি দেহ উদ্ধার করেছে। বিমানে ছিলেন শিক্ষানবিশ পাইলট রুকশাংকা এবং প্রশিক্ষক মোহিত কুমার। বালাঘাটের কিরনাপুর পাহাড় এলাকার ভাক্কু তোলা গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা।
জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বিরসি বিমানবন্দর থেকে বিমানটি ওড়ে। বিকেল পৌনে চারটে নাগাদ বিমানটির সঙ্গে শেষ বার যোগাযোগ করা গিয়েছিল। তার পর থেকেই আর কোনও খোঁজ নেই। বিরসি বিমানবন্দরের নিয়ন্ত্রক কমলেশ মেশরাম বলেন, ‘‘এখনও বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা। আমরা এখনও নিশ্চিত নই। আবহাওয়া দফতর জানিয়েছে, ওই সময় বালাঘাটে ঝড়বৃষ্টি হচ্ছিল।’’