Plane Crash

মধ্যপ্রদেশে ভেঙে পড়ল চার্টার্ড বিমান, শিক্ষানবিশ তরুণী পাইলট ও প্রশিক্ষকের দেহ উদ্ধার

শনিবার দুপুরে মহারাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে বিমানটি ওড়ে। তার কিছু ক্ষণ পর থেকে বিমানের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে বালাঘাটের পাহাড়ে বিমান ভেঙে পড়ার খবর পাওয়া যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ২১:৪৫
Share:

মধ্যপ্রদেশের বালাঘাটে ভেঙে পড়ল চার্টার্ড বিমান। ছবি: টুইটার।

মধ্যপ্রদেশের বালাঘাটে ভেঙে পড়ল একটি চার্টার্ড বিমান। তাতে এক শিক্ষানবিশ মহিলা পাইলট এবং একজন প্রশিক্ষক ছিলেন। দু’জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিমানটি মহারাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

Advertisement

বালাঘাটের পুলিশ সুপার সমীর সৌরভ জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দু’টি দেহ উদ্ধার করেছে। বিমানে ছিলেন শিক্ষানবিশ পাইলট রুকশাংকা এবং প্রশিক্ষক মোহিত কুমার। বালাঘাটের কিরনাপুর পাহাড় এলাকার ভাক্কু তোলা গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা।

জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বিরসি বিমানবন্দর থেকে বিমানটি ওড়ে। বিকেল পৌনে চারটে নাগাদ বিমানটির সঙ্গে শেষ বার যোগাযোগ করা গিয়েছিল। তার পর থেকেই আর কোনও খোঁজ নেই। বিরসি বিমানবন্দরের নিয়ন্ত্রক কমলেশ মেশরাম বলেন, ‘‘এখনও বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা। আমরা এখনও নিশ্চিত নই। আবহাওয়া দফতর জানিয়েছে, ওই সময় বালাঘাটে ঝড়বৃষ্টি হচ্ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement