plane accident

Plane Accident: বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বিমানের ডানার, তার পর?

সে সময় বিমান়টিতে যাত্রীরা ছিলেন। সংঘর্ষের ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৭:৪৮
Share:

রানওয়ের দিকে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির।

দিল্লি বিমানবন্দরে টার্মিনাল থেকে রানওয়েতে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখোমুখি একটি যাত্রিবাহী বিমান। সোমবার দিল্লি থেকে জম্মু গামী একটি স্পাইস জেট বিমান এই দুর্ঘটনার মুখোমুখি হয়। রানওয়ের দিকে যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সে সময় বিমান়টিতে যাত্রীরা ছিলেন। সংঘর্ষের ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানের এক দিকের ডানার ক্ষতি হয়। ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটিটিও। তবে এর ফলে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।
পরে বিমানটিকে সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে মেরামতির কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে।

Advertisement


দিল্লি থেকে জম্মু যাওয়ার কথা ছিল বিমানটির। এই বিমানের যাত্রীদের জন্য একটি অন্য বিমানে পাঠানো হয়।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও বিমানবন্দরের এক আধিকারিকরা জানিয়েছেন।

স্পাইস জেটের এক মুখপাত্র বলেছেন, ‘‘সোমবার, স্পাইস জেট ফ্লাইট এসজি ১৬০ দিল্লি থেকে জম্মুর পথে উড়ে যেত। রানওয়ের দিকে যাওয়ার সময় বিমানের ডান দিকের ডানার পিছনের প্রান্তের সঙ্গে একটি খুঁটির ধাক্কা লাগে। যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়।’’ তবে এই ঘটনায় কেউ আহত হননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement