মহিলাদের জন্য ‘পিঙ্ক যান’ এল রাজৌরিতে

এই উদ্যোগ বাস্তবায়িত করতে মোটর ভেহিক্‌ল দফতরের সাহায্য নিয়েছে জেলা প্রশাসন। ওই দফতরের এক সমীক্ষার ভিত্তিতেই গাড়িগুলির যাত্রাপথ নির্দিষ্ট করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

রাজৌরি শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ০৩:০৯
Share:

পিঙ্ক যান।

মহিলারা যাতে নিরাপদে এবং সম্মানের সঙ্গে গন্তব্যে পৌঁছতে পারেন তা নিশ্চিত করতে ‘পিঙ্ক যান’ আনল জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার প্রশাসনিক শাখা। ১১ অক্টোবর, আন্তর্জাতিক শিশুকন্যা দিবসের দিন রাজৌরিতে এই উদ্যোগের সূচনা করা হল। আপাতত আট আসনের ছ’টি গাড়ি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শুধু মহিলা যাত্রীদের নিয়ে নির্দিষ্ট রুটে যাতায়াত করবে। পরে গাড়ির সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

এই উদ্যোগ বাস্তবায়িত করতে মোটর ভেহিক্‌ল দফতরের সাহায্য নিয়েছে জেলা প্রশাসন। ওই দফতরের এক সমীক্ষার ভিত্তিতেই গাড়িগুলির যাত্রাপথ নির্দিষ্ট করা হয়েছে। সেগুলি হল, রাজৌরির পুরনো বাস স্ট্যান্ড থেকে সরকারি মেডিক্যাল কলেজ ও এএইচ, নতুন বাস স্ট্যান্ড থেকে সরকারি মেডিক্যাল কলেজ এবং পুরনো বাস স্ট্যান্ড থেকে খান্ডলি।

উদ্বোধনী অনুষ্ঠানে এসে জেলা উন্নয়ন কমিশনার মহম্মদ এজাজ আসাদ জানান, সম্প্রতি মোটর ভেহিক্‌ল দফতরের এক সমীক্ষায় উঠে আসে, বাস বা অটোয় অত্যাধিক ভিড়ের জন্য নিত্যদিনই যাতায়াতের সময়ে চরম অসুবিধার মধ্যে পড়ছেন মহিলারা। এর মধ্যে একটি বড় অংশই ছাত্রী। এই সমস্যার সমাধান সূত্র বার করার পাশাপাশি শিশুকন্যা ক্ষমতায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement