পিনারাই বিজয়ন। — ফাইল চিত্র
গত সপ্তাহে কোঝিকোড়ের বিমান দুর্ঘটনার পরে উদ্ধারকার্যে নামা সরকারি আধিকারিকদের মধ্যে ২২ জনের করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানালেন মলপ্পুরমের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক। ঘটনার পরের দিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংক্রমিত আধিকারিকদের মধ্যে অনেকের সঙ্গেই সরাসরি সাক্ষাৎ হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের একাধিক নেতা, মন্ত্রী ও আমলার। তালিকায় রয়েছেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। আজ ওই আধিকারিকদের সংক্রমিত হওয়ার খবর সামনে আসার পরে নিভৃতবাসে যাওয়ার কথা ঘোষণা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী।
আইসোলেশনে যাচ্ছেন রাজ্যের আরও ৮ মন্ত্রী। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রের খবর, আগামিকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিজয়নের বদলে পতাকা উত্তোলন করবেন রাজ্যের সমবায়মন্ত্রী কে সুরেন্দ্রন। বিমান দুর্ঘটনার পর দিন হরদীপ সিংহ পুরী এবং বিজয়ন ছাড়াও দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা এবং বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরনও। মুরলীধরন যদিও জানান, আক্রান্ত আধিকারিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি তাঁর। তবে দিল্লি ফেরার পরে থেকে নিভৃতবাসেই রয়েছেন তিনি।