Akhilesh Yadav

অখিলেশ-কন্যার ছবি নিয়ে বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা গিয়েছে, কয়েক জন বিক্ষোভকারীর সঙ্গে দাঁড়িয়ে অখিলেশের মেয়ে টিনা।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৩:১৭
Share:

অখিলেশ যাদব। ছবি: পিটিআই।

এসপি প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মেয়ে টিনার একটি ছবি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবি দেখিয়ে বলা হচ্ছে, পুরনো লখনউয়ে সিএএ-র বিরুদ্ধে মহিলাদের অবস্থান-বিক্ষোভে অংশ নিয়েছেন অখিলেশ-কন্যা। যদিও এসপির দাবি, ভুল প্রচার হচ্ছে। টিনা ওই এলাকা দিয়ে যাচ্ছিল, তখন ছবিটি তোলা হয়েছে।

Advertisement

পুরনো লখনউয়ে ঘণ্টাঘরে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েক হাজার মহিলা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা গিয়েছে, কয়েক জন বিক্ষোভকারীর সঙ্গে দাঁড়িয়ে অখিলেশের মেয়ে টিনা। এর পরেই প্রচার শুরু হয়, ১৪ বছরের টিনাও লখনউয়ের প্রতিবাদে শামিল হয়েছে। এই ছবি এবং টিনার সম্পর্কে খবরে অস্বস্তিতে এসপি। আজ ব্যাখ্যাও দিয়েছেন তাঁরা। এসপি নেতৃত্ব বলেছেন, অখিলেশের বাসভবনের অদূরেই ঘণ্টাঘর। রবিবার ওই জায়গা দিয়ে যাচ্ছিল টিনা। তখন অবস্থান বিক্ষোভে অংশ নেওয়া কিছু প্রতিবাদী অখিলেশ-কন্যার সঙ্গে নিজস্বী তুলেছিলেন। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টিনা ওই সিএএ-বিরোধী অবস্থানে যোগ দেননি। প্রসঙ্গত, সিএএ-বিরোধী আন্দোলনে আগেই সমর্থন জানিয়েছিলেন অখিলেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement