প্রতীকী ছবি।
করোনাভাইরাসের ডেল্টা রূপকে ঠেকাতে পারে কোভিশিল্ডের জোড়া টিকা। কেন্দ্রীয় সমীক্ষা বলছে, যাঁরা কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছিলেন, তাঁদের শরীরে ডেল্টাকে প্রতিরোধ করার ক্ষমতা বেশি তৈরি হয়েছে। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, যাঁদের করোনা হওয়ার পর দু’টি টিকা দেওয়া হয়েছে তাঁদের এই প্রতিরোধ ক্ষমতা বেড়েছে আরও। যাঁরা গুরুতর ভাবে করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁদের শরীরের অ্য়ান্টিবডির পরিমাণ বেড়েছে সবচেয়ে বেশি।
কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর এবং পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি যৌথ ভাবে এ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষায় উঠে আসা তথ্য বেশ আশাপ্রদ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
দেশের মানুষকে পাঁচটি বিভাগে রেখে তূলনামূলক ভাবে চালানো হয়েছিল সমীক্ষাটি। এক, যাঁরা প্রথম টিকা নিয়েছেন, দুই, যাঁদের দু’টি টিকা দেওয়া হয়েছে, তিন, যাঁদের কোভিড হওয়ার পর একটি টিকা দেওয়া হয়েছে, চার, যাঁরা কোভিড হওয়ার পর জোড়া টিকা পেয়েছেন, এবং শেষে করোনায় গুরুতর ভাবে আক্রান্ত হওয়া ব্যক্তি।
সমীক্ষাটির তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা দু’টি জানিয়েছে, যাঁরা দু’টি টিকা পেয়েছেন তাদের ক্ষেত্রেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে বেশি। ভারতে প্রথমে সার্স কোভিডের বি.১.৬১৭ রূপ এবং পরে ডেল্টা রূপের কারণে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দু’টি টিকা নেওয়ার পর দু’টি ভাইরাসকেই প্রতিরোধ করার ক্ষমতা বেড়েছে বলে জানানো হয়েছে সমীক্ষায়। দু’ক্ষেত্রেই শরীরে নিউট্রিলাইজিং অ্যান্টিবডি বা ন্যাবের সংখ্যা বেড়েছে। তবে গুরুতর ভাবে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন যাঁরা, তাঁদের শরীরে এই সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি।