ধর্ষণের দায়ে ‘পিপলি লাইভ’ ছবির সহ পরিচালক মেহমুদ ফারুকিকে দোষী সাব্যস্ত করল দিল্লির সাকেতের একটি আদালত। ২০১৫ সালে এক মার্কিন মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন মেহমুদ। সে সময় দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতারও করে।
ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মেহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল পরিচালকের বিরুদ্ধে। আপাতত ছ’দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখা হবে তাঁকে।
সে সময় কী ঘটনা ঘটেছিল?
২০১৫-এর ১৯ জুন মেহমুদের বিরুদ্ধে দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মার্কিন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ মেহমুদকে সে সময় গ্রেফতারও করে। পরে তিনি জামিনে মুক্তি পান। এ বার সেই ঘটনাতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হল।