দামি হচ্ছে প্যাকেটজাত খাবার।
সোমবার থেকে দামি হচ্ছে আটা, পনির, দইয়ের মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। লেবেল লাগানো প্যাকেটজাত খাবারের উপর বসছে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর (জিএসটি)। হাসপাতালে যে সব শয্যার ভাড়া ৫০০০ টাকা বা তার বেশি, সেগুলোর উপরেও চাপানো হবে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর। জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর করা হচ্ছে।
হোটেলের ঘরের ভাড়া ১০০০ টাকা বা বেশি হলে, তার ওপরে ১২ শতাংশ পণ্য পরিষেবা কর চাপছে। সোমবার থেকে মানচিত্র, চার্টের দামের ওপরেও ১২ শতাংশ পণ্য পরিষেবা কর বসছে। টেট্রা প্যাক, ব্যাঙ্ক চেকের যে দাম নেয়, তার উপর ১৮ শতাংশ পণ্য পরিষেবা কর বসানো হচ্ছে।
ছাপার ও লেখার কালি, কাগজ কাটার ছুরি, পেনসিল কাটার শার্পনার, এলইডি ল্যাম্প, আঁকার জিনিসপত্রের দামের উপর সোমবার থেকে ১৮ শতাংশ জিএসটি চাপছে। এখন এগুলোর ওপর ১২ শতাংশ জিএসটি রয়েছে। জল গরম করার হিটার কিনতে গেলে এতদিন পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর দিতে হত। এ বার থেকে তা বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে।
রাস্তা, সেতু, রেল, মেট্রো, শ্মশান নির্মাণ বা মেরামতের কাজের চুক্তির ওপরেও পণ্য পরিষেবা কর ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। সোমবার থেকে বসবে এই কর।
জুন মাসে বেশ কিছু পণ্য এবং পরিষেবার উপর কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রাজ্যের অর্থমন্ত্রীরা। মন্ত্রিগোষ্ঠীর (গ্রুপ অফ মিনিস্টার্স) দেওয়া অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে, যেগুলোর উপর পণ্য পরিষেবা করের পরিমাণ বাড়ানো হচ্ছে।
কিছু জিনিসের ক্ষেত্রে পণ্য পরিষেবা কর কমানোও হয়েছে। সোমবার থেকে ট্রাক, মালবাহী যান ভাড়া করতে গেলে ১২ শতাংশ পণ্য পরিষেবা কর দিতে হবে। আগে তা ১৮ শতাংশ দিতে হত। বাগডোগরা বিমানবন্দর এবং উত্তর-পূর্ব ভারতের কোনও জায়গায় বিমানে চেপে যাওয়ার খরচ এবার আরও কমল। ভাড়ার উপর পণ্য পরিষেবা কর দিতে হবে না যাত্রীদের। তবে ইকনমি ক্লাসের টিকিটের জন্যই এই নিয়ম প্রযোজ্য।