Maharashtra

ক্লিনিকের দরজা খুলতে কেন দেরি, চিকিৎসক ও তাঁর ছেলেকে ঘরে ঢুকে মারলেন রোগীদের আত্মীয়রা

রোগীদের আত্মীয়দের অভিযোগ, চিকিৎসক ক্লিনিক খুলতে দেরি করেন। তার জেরে রোগীদের ঠায় বসে থাকতে হয়। যদিও সেই অভিযোগকে মানতে চাননি চিকিৎসক।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৮
Share:

চিকিৎসককে মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

ক্লিনিকের দরজা খুলতে কেন দেরি হচ্ছে, তার জেরে বাড়িতে ঢুকে এক চিকিৎসক ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রোগীদের আত্মীয়দের বিরুদ্ধে। গত ৬ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বারামাটিতে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

আক্রান্ত চিকিৎসকের নাম যুবরাজ গায়কোয়াড়। তিনি এক জন আয়ুর্বেদিক চিকিৎসক। বাড়ির নীচেই রয়েছে তাঁর ক্লিনিক। অভিযোগ, পরিবারের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন চিকিৎসক। অনেক ক্ষণ ধরে বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলেন তিনি। হঠাৎই তাঁর ঘরের দরজায় জোরে জোরে লাথি মারা শুরু করেন কয়েক জন।

কারা লাথি মারছে তা দেখার জন্য দরজা খুলতেই জনা চারেক লোক ভিতরে জোর করে ঢুকে প্রথমেই চিকিৎসককে মারধর করতে শুরু করেন। চেঁচামেচি শুনে তাঁর ছেলে বাইরে বেরিয়ে আসতেই তাঁর উপরও চ়ড়াও হন রোগীদের আত্মীয়রা।

Advertisement

রোগীদের আত্মীয়দের অভিযোগ, চিকিৎসক ক্লিনিক খুলতে দেরি করেন। তার জেরে রোগীদের ঠায় বসে থাকতে হয়। যদিও সেই অভিযোগকে মানতে চাননি চিকিৎসক। হামলাকারীদের বিরুদ্ধে মালেগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement