বিতর্কিত সেই ছবি। সোশ্যাল মিডিয়া
মুখ্যমন্ত্রীর সভায় প্রকাশ্যে দলীয় সমর্থকদের দিয়ে পা টেপানোর অভিযোগ উঠল জেডিইউয়ের এক বিধায়কের বিরুদ্ধে। রবিবার পটনায় গাঁধী ময়দানের এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে দল। জেডিইউ-প্রধান তথা মুখ্যমন্ত্রী নীতীশের ওই সভায় রাজ্যের নানা প্রান্তের মানুষ যোগ দেন। সেখানে নওয়াদার বিধায়ক কৌশল যাদব ক্লান্ত হয়ে কার্পেটের উপরে শুয়ে পড়েন। সমর্থকেরা সঙ্গে সঙ্গেই তাঁর পা টেপা শুরু করে দেন। কৌশল কাউকে পা টিপতে বলেছিলেন, এমন অভিযোগ করেননি কেউ। সেই পদসেবার ভিডিয়ো ভাইরাল হয়। নীতীশ এ দিন ঘোষণা করেছেন, এনডিএ-র সঙ্গেই আগামী বিধানসভা ভোটে লড়বেন তাঁরা। এবং দু’শোর বেশি আসনে জিতবেন।