Weather Update

স্বস্তিতে দিল্লি, রাজস্থান, রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও ভোগাতে পারে বৃষ্টি

মৌসম ভবন জানিয়েছে, রাজস্থানের বেশির ভাগ জায়গায় রাতের তাপমাত্রা বেড়েছে। রাজ্যের শীতলতম স্থান হল সিরোহী। সেখানে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ২.৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ২১:২১
Share:

মৌসম ভবন পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর ভারতের বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে। — ফাইল ছবি।

দিল্লি এবং রাজস্থানে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হলেও বেড়েছে। থেমেছে শৈত্যপ্রবাহ। এর ফলে একটু হলেও স্বস্তিতে নাগরিকেরা। যদিও সেই স্বস্তি খুব বেশি দিন থাকবে না বলেই মনে করছে মৌসম ভবন। তারা পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর ভারতের বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, রাজস্থানের বেশির ভাগ জায়গায় রাতের তাপমাত্রা বেড়েছে। রাজ্যের শীতলতম স্থান হল সিরোহী। সেখানে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ২.৮ ডিগ্রি সেলসিয়াস। কারৌলিতে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। চুরুতে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, জয়সলমের ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, ঢোলপুর, দাবোকে ৭ ডিগ্রি সেলসিয়াস, চিতোরগড়ে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, ভরতপুর, কোটা, জয়পুর, উদয়পুর, আজমেঢ়ে আগামী দু’-তিন দিন বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা বেড়েছে দিল্লিতেও। রবিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে, দিল্লিতেও চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে। জম্মু ও কাশ্মীরে তুষারপাত জারি। চলতি সপ্তাহে সেখানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ঝড়বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হতে পারে বৃষ্টি পারে। এ দিকে রাজধানী ভোপাল-সহ গোটা মধ্যপ্রদেশে ঢেকে রয়েছে কুয়াশায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement