অসমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ছবি: পিটিআই।
অসমে বন্যা পরিস্থিতি ঘিরে ক্রমেই উদ্বেগ বাড়ছে। এ বার প্লাবিত হল কাজিরাঙা জাতীয় উদ্যানের কিছু অংশ। অসম প্রশাসন সূত্রে সোমবার জানা গিয়েছে, কাজিরাঙা উদ্যানের অগরাতলি ফরেস্ট রেঞ্জের ৯০ শতাংশই জলের তলায়। পর্যটকদের অন্যতম আকর্ষণ ওই ফরেস্ট রেঞ্জ।
প্লাবন পরিস্থিতি নিয়ে বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কাজিরাঙা উদ্যানের ছয় থেকে আটটি ফরেস্ট ক্যাম্প প্লাবিত হয়েছে। কোহরা রেঞ্জে অন্তত ১৫টি ফরেস্ট ক্যাম্প জলমগ্ন। বাগোরি রেঞ্জে ন’টি ক্যাম্প প্লাবিত। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণীর মৃত্যুর খবর নেই। দু’টি হরিণকে সোমবার উদ্ধার করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি এবং বিভিন্ন নদীর জলোচ্ছ্বাসে অসমের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। যার জেরে দুর্ভোগে পড়েছেন উত্তর-পূর্বের ওই রাজ্যের বাসিন্দারা। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ৯৮ হাজার ৮৪০ জন বাসিন্দা ক্ষতিগ্রস্ত। ১৩টি জেলার ৩৭১টি গ্রাম প্লাবিত। চলতি বছরে বন্যা পরিস্থিতিতে অসমে মৃতের সংখ্যা সাত। রাজ্যের বিভিন্ন এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদ এবং দিখৌ নদীর জল। ধুবড়ি, তেজপুর, নেমাতিঘাট এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। শিবসাগর এলাকায় ফুঁসছে দিখৌ।