Tiger

পিঠে গভীর ক্ষত নিয়ে পড়েছিল জঙ্গলে, চিকিৎসার সময় মৃত্যু হল বাঘিনীর

মানপুরের ফরেস্ট রেঞ্জার মুকেশ আহিরওয়ার জানান, রবিবার টহলের সময় মাধাও গ্রামের কাছে ওই বাঘিনীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৫:১৪
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড় ব্যঘ্র সংরক্ষণে চিকিৎসা চলছিল তার। চিকিৎসা চলাকালীন মৃত্যু হল বাঘিনীর।

Advertisement

মানপুরের ফরেস্ট রেঞ্জার মুকেশ আহিরওয়ার জানান, রবিবার টহলের সময় মাধাও গ্রামের কাছে ওই বাঘিনীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বান্ধবগড় ব্যঘ্র সংরক্ষণের পশু চিকিৎসা বিভাগে তাকে চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু দু’ঘণ্টা পর তার মৃত্যু হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাঘিনীর পিঠে গভীর ক্ষত ছিল। বন দফতরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষার পর বাঘিনীর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে বন দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement