BSF

অসাবধানতায় সীমান্ত টপকে ভারতে! পঞ্জাবে পাক নাগরিককে পাকড়াও করল বিএসএফ

বিএসএফের হাতে ধৃত ওই পাক নাগরিকের কাছ থেকে কিছু পাওয়া যায়নি। অসাবধানতাবশত ওই পাক নাগরিক ভারতে ঢোকেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৬:৪৮
Share:

—ফাইল চিত্র।

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়লেন এক পাক নাগরিক। বৃহস্পতিবার ওই যুবককে পাকড়াও করে বিএসএফ। তবে তাঁর কাছ থেকে কিছু পাওয়া যায়নি। বিএসএফ সূত্রে খবর, অসাবধানতাবশত ওই পাক নাগরিক ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। পরে তাঁকে পাক রেঞ্জার্সদের হাতে তুলে দেয় বিএসএফ।

Advertisement

বৃহস্পতিবার সকালে পঞ্জাবের ফাজ়িলকা জেলার খানপুর গ্রামের ঘটনা। বিষয়টি নিয়ে পাক রেঞ্জার্সদের কাছে অভিযোগ জানায় বিএসএফ। পরে মানবিক দিক বিবেচনা করে ওই পাক নাগরিককে সে দেশের রেঞ্জার্সদের হাতে তুলে দেওয়া হয়।

বিএসএফ সূত্রে খবর, গত ২৬ জুলাই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন ওই পাক নাগরিক। তবে তাঁর কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। এই ঘটনার দু’সপ্তাহ আগে অন্য এক পাক নাগরিককে গ্রেফতার করেছিল বিএসএফ। সে বার পঞ্জাবের অমৃতসর গ্রামীণ জেলা কমিরপুরা গ্রামের কাছে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন ওই পাক নাগরিক। এর আগে, গত জুন মাসে পঞ্জাবের ফিরোজপুর জেলায় বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরও এক পাক নাগরিককে।

Advertisement

গত মে মাসে চার সন্তানকে নিয়ে নেপাল সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছেন পাক বধূ সীমা হায়দার। ভারতীয় নাগরিক সচিন মিনার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণেই নিজের দেশ ছেড়ে ভারতে এসেছেন বলে দাবি করেছেন সীমা। পাকিস্তানি মহিলার এ হেন ‘অনুপ্রবেশ’ নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তদন্তকারীদের মধ্যে। ইতিমধ্যেই সীমা এবং সচিনকে জিজ্ঞাসাবাদ করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement