Pakistan

দিল্লির দূতাবাসে ভারতীয় মহিলাকে যৌন হেনস্থা! অভিযোগ নিয়ে মুখ খুলল পাকিস্তান সরকার

বৃহস্পতিবার পাকিস্তান দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ভারতীয় এক মহিলা। মহিলা দাবি করেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধাচরণ করে নিবন্ধ লেখার প্রস্তাবও দেওয়া হয় তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৩:২৫
Share:

বিষয়টি নিয়ে একটি বিবৃতিও দেওয়া হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। ফাইল চিত্র ।

দিল্লির পাক দূতাবাসে ভারতীয় মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ প্রমাণিত হলে ওই আধিকারিকদের ছেড়ে কথা বলবে না পাকিস্তান! বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে সে দেশের সরকারের তরফে। পাকিস্তান এই সমস্ত বিষয়কে কোনও রকম প্রশ্রয় দেবে না বলেও জানিয়েছেন, পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ। পুরো বিষয়টি নিয়ে একটি বিবৃতিও দেওয়া হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে।

Advertisement

মুমতাজ বলেন, ‘‘আমাদের দূতাবাসে আসা কোনও ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার আমরা মেনে নেব না। এই অভিযোগ শুনে আমরা হতবাক। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

তিনি আরও জানান যে, পাকিস্তান সমস্ত ভিসা আবেদনকারীদের প্রতি যথাযথ আচরণ করে।

Advertisement

মুমতাজের কথায়, ‘‘আমাদের সমস্ত কূটনৈতিক কর্মীকে পেশাদার আচরণের নির্দেশ দেওয়া হয়েছে।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্তান দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন ভারতীয় এক মহিলা। মহিলা এ-ও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচরণ করে নিবন্ধ লেখার প্রস্তাবও দেওয়া হয় তাঁকে। মহিলার অভিযোগ ছিল, পাকিস্তান দূতাবাসের আধিকারিক তাঁকে পাকিস্তানে যাওয়ার ভিসা দেওয়ার শর্ত হিসাবে কুপ্রস্তাব দিয়েছেন। ওই আধিকারিক তাঁকে যৌনগন্ধী ইঙ্গিত করেছেন বলেও তাঁর দাবি। মহিলার আরও দাবি, তাঁকে ভারত এবং কাশ্মীরের বিরুদ্ধেও নিবন্ধ লিখতে বলা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement