২ হাজারেরও বেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হল দিল্লিতে। ছবি টুইটার।
গাড়িতে করে ছ’টি কাঠের দরজা নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় পুলিশের তল্লাশি অভিযানের সময় সেই কাঠের দরজাগুলি নাড়াচাড়া করতেই চোখ কপালে উঠল পুলিশের! একটা নয়, দুটো নয়, এক সঙ্গে ২ হাজারেরও বেশি মদের বোতল উদ্ধার করা হল। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়।
কাঠের দরজার মধ্যে এ ভাবেই লাগানো ছিল বোতলগুলি। ছবি টুইটার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লি থেকে বিহারের উদ্দেশে ২ হাজারেরও বেশি মদের বোতল পাচার করা হচ্ছিল। মদের বোতলগুলি কাঠের দরজার গায়ে এমন ভাবে লাগানো ছিল, যা দেখে সহজে কেউ বুঝতেই পারবেন না যে, কাঠের দরজার আড়ালে লুকিয়ে মদের বোতল পাচার করা হচ্ছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লি থেকে বিহারের উদ্দেশে ২ হাজারেরও বেশি মদের বোতল পাচার করা হচ্ছিল। মদের বোতলগুলি কাঠের দরজার গায়ে এমন ভাবে লাগানো ছিল, যা দেখে সহজে কেউ বুঝতেই পারবেন না যে, কাঠের দরজার আড়ালে লুকিয়ে মদের বোতল পাচার করা হচ্ছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।