ফাইল ছবি।
উত্তরপ্রদেশের সরকারি বিদ্যুৎ দফতরের এক আধিকারিক চাকরি থেকে সাসপেন্ড হয়ে গেলেন অফিসের দেওয়ালে লাদেনের ছবি লাগিয়ে, তার সম্বন্ধে প্রশস্তিসূচক বাক্য লিখে। সূত্রের খবর, নিজের অফিসঘরের দেওয়ালে ওসামা বিন লাদেনের বিশাল ছবি লাগিয়েছিলেন তিনি। তলায় লেখা ছিল ‘দুনিয়ার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়র।’
দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (ডিভিভিএনএল) সাব ডিভিশনাল অফিসার রবীন্দ্রপ্রকাশ গৌতম। তিনিই লাদেনকে গুরু মানেন। মনে করেন, লাদেনের মতো ইঞ্জিনিয়ার দুনিয়ায় দ্বিতীয় কেউ নেই। তাই ‘গুরু’কে শ্রদ্ধা জানাতে ছবির তলায় বড় বড় হরফে লিখেছিলেন, ‘সম্মাননীয় ওসামা বিন লাদেন। দুনিয়ার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়র।’
নেটমাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই ন়ড়েচড়ে বসেন কর্তারা। ডেকে পাঠানো হয় রবীন্দ্রকে। কর্তারা মুখোমুখি কথা বলেন তাঁর সঙ্গে। তার পরই চাকরি থেকে বরখাস্ত করা হয় তাঁকে। অফিস থেকে লাদেনের ছবিটিও সরিয়ে দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের ফারুখাবাদের জেলাশাসক সঞ্জয়কুমার সিংহ বলেন, ‘‘ডিভিভিএনএলের ম্যানেজিং ডিরেক্টর এসডিও রবীন্দ্রপ্রকাশ গৌতমকে সাসপেন্ড করেছেন। প্রাথমিক তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
যদিও সাসপেন্ড হওয়া আধিকারিক নিজের কোনও দোষ দেখছেন না। চাকরি হারিয়ে হতভম্ব রবীন্দ্র বলছেন, ‘‘যে কেউ আমার আদর্শ হতে পারেন। ওসামাকে আমি দুনিয়ার সেরা ইঞ্জিনিয়র বলে মনে করি। আমার অফিস থেকে ওঁর ছবি সরিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে আরও অনেকগুলো ছবি আছে।’’