Afghanistan Crisis

Narendra Modi: ‘ভারতীয়দের ফেরাতে দেরি কেন’

গত ১৫ অগস্ট কাবুল দখল করেই সে দেশের আকাশসীমা কার্যত বন্ধ করে দেয় তালিবান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ০৬:৫৫
Share:

ফাইল চিত্র।

কাবুলে আটক ভারতীয়রা নরেন্দ্র মোদী সরকারের ‘দীর্ঘসূত্রিতার’ খেসারত দিচ্ছেন বলে অভিযোগ করলেন বিরোধীরা। তালিবানের ক্ষমতা দখলের পরে প্রায় সাত দিন কেটে যাওয়ার পরেও ওই দেশে প্রায় হাজারের বেশি ভারতীয় যে ভাবে এখনও আটকে রয়েছেন, তাতে ভারত সরকারের পরিকল্পনার অভাব ও পরিস্থিতি বুঝতে না পারা, সিদ্ধান্ত নিতে অহেতুক দেরিকেই দায়ী করে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধী নেতাদের বক্তব্য, নয়াদিল্লির উচিত ছিল, তালিবানের কাবুল দখলের ঢের আগে ভারতীয়দের ওই দেশ থেকে ফিরিয়ে আনা।
এতে অন্তত ভারতীয়দের প্রাণ সংশয় হত না।

Advertisement

গত ১৫ অগস্ট কাবুল দখল করেই সে দেশের আকাশসীমা কার্যত বন্ধ করে দেয় তালিবান। ফলে বন্ধ নিয়মিত বিমানচলাচল। তবে তালিবানের সঙ্গে ঘরোয়া ভাবে আলোচনা চালিয়ে গত মঙ্গলবার সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, দূতাবাসকর্মী, দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সামরিকবাহিনীর জওয়ানদের ফিরিয়ে আনতে পারলেও, এখনও বিভিন্ন প্রদেশে প্রায় হাজারের বেশি ভারতীয় আটকে রয়েছেন। সাউথ ব্লক সূত্রও স্বীকার করে নিয়েছে, যাঁরা অন্য প্রদেশে আটকে গিয়েছেন, তাঁদের কাবুল পৌঁছনোই অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে কাবুলে যাঁরা পৌঁছতে পেরেছেন, তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আজ সকালে ৮৬ জনের একটি দলকে ভারতে ফিরিয়ে আনার জন্য বিমান ওড়ে কাবুল থেকে। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতে, ভারতীয়দের আফগানিস্তান থেকে ফেরানোর কাজ আরও আগে শুরু করে দেওয়া উচিত ছিল। তাঁর মতে, কাবুল দখল হওয়ার অন্তত ১০ দিন আগে ভারতীয়দের ওই দেশ থেকে আনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা উচিত ছিল কেন্দ্রের। সীতারামের দাবি, অন্য দেশগুলি পরিস্থিতি বুঝতে পেরে তাদের নাগরিকদের কাবুলের আকাশসীমা বন্ধ হওয়ার আগেই নিয়ে যায়। কিন্তু ভারত তা করতে ব্যর্থ।

Advertisement

ভারতীয়দের একেবারে শেষ প্রহরে উড়িয়ে আনার পিছনে গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করেছেন বিরোধীরা। তাঁদের মতে, আফগানিস্তানে তালিব জঙ্গিরা এক দিনে ক্ষমতা দখল করেনি। এক-এক করে বিভিন্ন প্রদেশ দখল করার পর কাবুল ঘেরাও করে তারা। ভারতের বোঝা উচিত ছিল, আফগান সেনারা কোনও ভাবেই তালিবদের ঠেকিয়ে রাখতে পারবে না। তা অনুধাবন করে অনেক আগেই ভারতীয়দের দেশ ছাড়ার কথা বলা উচিত ছিল কেন্দ্রের। এ ক্ষেত্রে বিদেশ মন্ত্রক তাদের ব্যর্থতা এড়াতে পারে না বলেই মত অনেক বিরোধী নেতার। আজ কাবুল থেকে ৮৬ জনের দলটি ভারতের উদ্দেশে রওনা হওয়ার
কিছু পরেই কাবুল বিমানবন্দরের পথে ১৫০ জন ভারতীয়কে আটক করে তালিবান।

কেন্দ্রের দাবি, জিজ্ঞাসাবাদের পরে তাদের ছেড়ে দেওয়া হয়। মূলত ভারতীয়দের ভিড়ে কোনও আফগান নাগরিক দেশ ছাড়ছিলেন কি না তা দেখতেই ওই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে কেন্দ্রের একটি সূত্রের দাবি। ওই ঘটনায় ওই ভারতীয়দের পরিবারে যে প্রবল উৎকণ্ঠার সৃষ্টি হয় তা জানিয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘এই কারণেই কংগ্রেস গোড়া থেকেই সব ভারতীয়কে সে দেশ থেকে উদ্ধার করার পরামর্শ দিচ্ছিল। আশা করছি, ওই ঘটনার পরে মোদী সরকার দ্রুত সব ভারতীয়কে ফিরিয়ে আনতে তৎপর হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement