Narendra Modi

গুজরাত-কটাক্ষে যুক্তি ভারতদর্শনের

কূটনীতিকদের মতে, রেওয়াজ অনুযায়ী বিদেশি রাষ্ট্রনেতাদের ভারত সফর কার্যত ছিল নয়াদিল্লি সফর। মোদী ক্ষমতায় আসার পর বিদেশনীতিতে ‘অপটিক্স’ বা দৃশ্যভাষার উপর জোর দেওয়া শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৯
Share:

ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর দফতর ১১ জন রাষ্ট্রনেতার উদাহরণ দিয়ে দাবি করল, গত কয়েক বছরে বিদেশি অতিথিদের জন্য ‘অবিশ্বাস্য ভারত দর্শনের’ দরজা খুলে দিয়েছেন নরেন্দ্র মোদী।

Advertisement

কূটনীতিকদের মতে, রেওয়াজ অনুযায়ী বিদেশি রাষ্ট্রনেতাদের ভারত সফর কার্যত ছিল নয়াদিল্লি সফর। মোদী ক্ষমতায় আসার পর বিদেশনীতিতে ‘অপটিক্স’ বা দৃশ্যভাষার উপর জোর দেওয়া শুরু হয়। রাজধানীর হায়দরাবাদ হাউসে শুষ্কং কাষ্ঠং চুক্তি সই থেকে বেরিয়ে কখনও মমল্লপুরমের সৈকতে কখনও বা বারাণসীর ঘাটে তাঁকে দেখা গিয়েছে বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে। গুজরাতের সাবরমতী আশ্রম হয়ে উঠেছে কূটনৈতিক সফরের সমান্তরাল কেন্দ্র।

বিদেশি অতিথি কে কোথায়

Advertisement

• হায়দরাবাদে উদ্যোগপতি সম্মেলনে ইভাঙ্কা ট্রাম্প

• মমল্লপুরমের সৈকতে চিনা প্রেসিডেন্ট শি চিনফিং

• অযোধ্যায় দেওয়ালিতে দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিং-জং-সুক

• বেঙ্গালুরুর বস রিসার্চ সেন্টারে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল

• বারাণসী ও মির্জাপুরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ

• চণ্ডীগড়ে রক গার্ডেনে আর এক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ

• বারাণসীতে মরিশাসের প্রধানমন্ত্রী জগন্নাথ

• অমৃতসরের স্বর্ণমন্দির, গুজরাতের সাবরমতী আশ্রম, মুম্বইয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

• মুম্বইয়ে উদ্যোগপতি সম্মেলনে পর্তুগালের প্রেসিডেন্ট সৌসা

• নয়ডার মোবাইল কারখানা উদ্বোধনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন

• মুম্বইয়ে মেক-ইন-ইন্ডিয়া সম্মেলনে ফিনল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রী, পোলান্ডের উপ-প্রধানমন্ত্রী

• বারাণসীতে গঙ্গা-আরতির দর্শক জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

বিজেপি সূত্রের মতে, ট্রাম্পকে গুজরাতে নিয়ে যাওয়া নিয়ে বিরোধীদের অনেকে কটাক্ষ করছেন। বলছেন, শুধু গুজরাতই কেন? আজ এই পরিসংখ্যান তুলে ধরে এরও জবাব দিতে চেয়েছে সরকার। বিদেশ মন্ত্রকের ব্যাখ্যা, ভারতের অর্থ যে শুধু দিল্লি নয়, বৈচিত্রের মধ্যেই দেশের শক্তি ও সম্পদ নিহিত — রাষ্ট্রগুলির কাছে এই বার্তা দিতে সক্রিয় মোদী। রাজনৈতিক সূত্রে অবশ্য এ কথাও বলা হচ্ছে যে, দেশের বিভিন্ন প্রান্তে মেগা ইভেন্ট-এর আয়োজন করে এবং সেখানে বিদেশি বিনিয়োগের স্বপ্ন ফেরি করাও কেন্দ্রের প্রচার-কৌশল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement