TMC

কপিল সিব্বলের বাড়িতে নৈশভোজে বিরোধী নেতারা, উপস্থিত ডেরেক, লালু, অখিলেশ

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় কৌশল কী হতে পারে, তা নিয়ে একাধিকবার বৈঠকে বসেছে বিজেপি বিরোধী দলগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ২৩:১৫
Share:

ছবি: সংগৃহীত

দিল্লিতে কংগ্রেস নেতা কপিল সিব্বলের বাড়িতে নৈশভোজে যোগ দিলেন বিরোধী নেতারা। কপিলের বাড়িতে উপস্থিত হতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, এনসিপি প্রধান শরদ পওয়ার, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, ডিএমকে-এর তিরুচি সিভা, আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেসের সাংসদ শশী তারুর ও আনন্দ শর্মাকে। রাত সাড়ে ৯টা নাগাদ একাধিক ছবি প্রকাশ করে সংবাদ সংস্থা জানিয়েছে, নৈশভোজে যোগ দিতে বিরোধী নেতারা এসেছেন ঠিকই, তবে বিরোধী বলয়ের সংসদীয় রণকৌশল নিয়েও এখানে আলোচনা হবে বলে খবর রয়েছে।

চলতি সংসদের অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় কৌশল কী হতে পারে, তা নিয়ে একাধিকবার বৈঠকে বসেছে বিজেপি বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দেখা করে এসেছেন সনিয়া গাঁধী-সহ বিরোধী শিবিরের বিভিন্ন নেতাদের সঙ্গে। ক্রমে বিজেপি বিরোধী শক্তি আরও এককাট্টা হতে শুরু করেছে জাতীয় রাজনীতির ময়দানে। রাজনৈতিক বোঝাপড়া আরও মতবুত করতেই দফায় দফায় বৈঠকে বসছে বিরোধী শিবির, এমনই মত রাজনীতির কারবারিদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement