দেশে ডাক্তারিতে এ বার একটাই প্রবেশিকা পরীক্ষা

সারা দেশে সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস, বিডিএস এবং ডাক্তারির স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য এ বার একটাই প্রবেশিকা পরীক্ষা হবে। এই প্রস্তাবে সম্মতি দিয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ১৯:০৫
Share:

ফাইল চিত্র।

সারা দেশে সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস, বিডিএস এবং ডাক্তারির স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য এ বার একটাই প্রবেশিকা পরীক্ষা হবে। এই প্রস্তাবে সম্মতি দিয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)। প্রস্তাবটি কার্যকর করার জন্য এমসিআইয়ের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ করা হয়েছে। মন্ত্রক সূত্রের খবর, সংশ্লিষ্ট প্রস্তাবটি সম্পর্কে এমসিআইয়ের মতামত জানতে চাওয়া হয়েছিল। এত দিন সরকারি কলেজগুলিতে ওই সব কোর্সে ভর্তি হওয়ার জন্য সব রাজ্যই আলাদা আলাদা ভাবে পরীক্ষা নিত। তবে, ওই সব কোর্সে ভর্তি হওয়ার জন্য বেসরকারি মেডিক্যাল কলেজগুলির প্রবেশিকা পরীক্ষা হত একটাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement