IndiGo

Indigo: ‘অসুস্থতার’ ছুটি! এয়ার ইন্ডিয়ার পরীক্ষা দিতে ইন্ডিগোর কর্মীরা, বহু বিমান চলাচলে বিলম্ব

বহু কর্মী অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন। শনিবার তাই ইন্ডিগোর অর্ধেকেরও বেশি বিমান উড়ল দেরিতে। বিপাকে যাত্রীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২১:৫৭
Share:

৪৫ শতাংশ বিমান উড়েছে সময়ে। — ফাইল ছবি।

একই দিনে অসুস্থতার জন্য ছুটি (সিক লিভ) নিলেন বহু কর্মী। ফল ভুগলেন যাত্রীরা। শনিবার ইন্ডিগো সংস্থার অর্ধেকেরও বেশি বিমান উড়ল দেরিতে। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের নথি বলছে, মাত্র ৪৫ শতাংশ বিমান সময়ে উড়েছে।

Advertisement

পিটিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার নিয়োগের পরীক্ষা ছিল। ইন্ডিগো সংস্থা থেকে ছুটি নিয়ে সেখানেই পরীক্ষা দিতে গিয়েছিলেন বেশির ভাগ কর্মী। সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন বিমান মন্ত্রকের এক আধিকারিক।

ইন্ডিগো সংস্থার কাছে বিমান চলাচলে দেরির কারণ জানতে চেয়েছে নিয়ামক সংস্থা, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। ইন্ডিগো এই নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি। তবে টুইটারে যাত্রীদের অভিযোগের জবাব দিয়েছে। রোজ দেশের মধ্যে এবং বিদেশগামী ১৬০০টি বিমান চলে এই সংস্থার। কোভিড অতিমারির শুরু থেকেই ইন্ডিগোর কর্মীদের বেতনে কাটছাঁট হয়েছে। সেই নিয়ে অসন্তোষ বহুদিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement