মহারাষ্ট্রের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ। ছবি সংগৃহীত।
মহারাষ্ট্রের এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন এক জন। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। বিস্ফোরণের কারণে গোটা কারখানায় আগুন ধরে যায়। জ্বলন্ত কারখানার মধ্যে আরও অনেকে আটকে রয়েছেন বলে খবর। তা-ই হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের জলগাঁও এলাকার এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ফলে কারখানায় আগুন ধরে যায়। কারখানার মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়াতে শুরু করে। একটা সময় আগুন গোটা কারখানা গ্রাস করে ফেলে।
বিস্ফোরণের সময় কারখানায় কাজ করছিলেন অনেকে। ঘটনার পর পরই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে কারখানা থেকে বার হতে পারলেও ভেতরে আটকে পড়েন বেশ কয়েক জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী এবং পুলিশ। কারখানায় আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ শুরু হয়। একই সঙ্গে আগুন নেভানোর কাজও শুরু করেন দমকলকর্মীরা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শ্রমিকদের কারখানার মধ্যে থেকে বার করে এনে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
অন্য দিকে, মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ইনদওরের এক আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। মধ্যপ্রদেশ পুলিশের ডিএসপি উমাকান্ত চৌধুরী জানান, বনাঞ্চলের মধ্যে এক কারখানায় সুতলি বোমা তৈরি করছিলেন শ্রমিকেরা। সে সময়ই আচমকা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কারখানায় প্রচুর পরিমাণ বোমা তৈরির বিস্ফোরক থাকায় আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ঝলসে তিন জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।