ফের পাক হামলা, কাশ্মীরে নিহত ১

নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান। আজ উত্তর কাশ্মীরের বারামুলায় পাক হামলায় নিহত হয়েছেন সেনার এক কুলি। আহত হয়েছে এক কিশোরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ০৩:০৮
Share:

নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান। আজ উত্তর কাশ্মীরের বারামুলায় পাক হামলায় নিহত হয়েছেন সেনার এক কুলি। আহত হয়েছে এক কিশোরী।

Advertisement

সেনা জানিয়েছে, আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ বারামুলার কামালকোট সেক্টরে হঠাৎ হামলা শুরু করে পাক সেনা। গুলিতে আব্বাস নামে বছর বাইশের এক যুবক নিহত হন। কামালকোটের বাসিন্দা আব্বাস সেনাবাহিনীর কুলির কাজ করতেন। নাসরিনা নামে এক কিশোরীও আহত হয়েছে। তাকে উরির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার মনঘামা গ্রামে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় বাহিনী। সেই সময়ে জওয়ানদের লক্ষ করে পাথর ছুড়তে শুরু করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছোড়ে বাহিনী। তবে জঙ্গিদের খোঁজ মেলেনি।

Advertisement

কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বেশ কিছু সাফল্য পেয়েছে বাহিনী। কিন্তু উপত্যকার যুবকদের মৌলবাদের দিকে আকৃষ্ট হওয়ার প্রবণতা যে কমেনি তা আজ স্বীকার করেছেন সেনাপ্রধান বিপিন রাওয়ত। তাঁর দাবি, মৌলবাদ ছড়ানোর জন্য সোশ্যাল
মিডিয়াও অনেকাংশে দায়ী। যুবকদের মৌলবাদের পথ থেকে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করছে রাজ্য সরকার।

মহিলাদের বেণীসংহারের গুজব ঘিরে গোলমাল হয়েছে কাশ্মীরে। এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে। সেনাপ্রধানের বক্তব্য, ‘‘এমন ঘটনা দেশের অন্য প্রান্তেও ঘটেছে। এর মোকাবিলা করা পুলিশ ও রাজ্যের দায়িত্ব। সংবাদমাধ্যমেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement