Omar Abdullah

পরিবার নিয়ে আক্রমণে লাভ হয় না: ওমর

ওমর জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করার জন্য তাঁরা আলোচনা চালাচ্ছেন। জম্মুতে তাঁর দল ২টি আসনে লড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ০৯:২৬
Share:

ওমর আবদুল্লা। — ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করলে বিরোধীদের হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর সহ-সভাপতি ওমর আবদুল্লা। তাঁর পরিবারকে নিশানা করা মানে বিজেপিকে ফাঁকা গোল ছেড়ে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার না থাকা নিয়ে আরজেডি প্রধান লালু প্রসাদের কটূক্তি সম্পর্কেই এই মন্তব্য করেন। ওমর। তিনি বলেন, “আসলে, আমরা যখনই এই ধরনের স্লোগান ব্যবহার করি, তখন আখেরে আমাদের ক্ষতিই হয়। এর আগে চৌকিদার বা রাফালের কথা বলে আমরা তাঁর কোনও ক্ষতি করতে পারিনি।” ওমরের কথায়, এক জন ভোটার এই স্লোগানে সন্তুষ্ট হন না। তাঁরা আজ যে সব সমস্যার মুখোমুখি হচ্ছেন, তার সমাধান খুঁজবেন আমাদের স্লোগানে। তিনি কর্মসংস্থান, কৃষি সঙ্কট মোকাবিলা, গ্রামীণ অর্থনীতিকে সক্রিয় করার বিষয়ে জানতে চাইবেন।” ওমর জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করার জন্য তাঁরা আলোচনা চালাচ্ছেন। জম্মুতে তাঁর দল ২টি আসনে লড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement