Bizaree

শেষ যাত্রার শয্যা থেকে হঠাৎ কাঁদতে শুরু করলেন মহিলা, অবাক কাণ্ড মহারাষ্ট্রে

পরিবারের লোকেরা ভেবেছিলেন, মৃত্যু হয়েছে বৃদ্ধার। হাসপাতাল থেকে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে চলে যান তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৫:৪৫
Share:

নিজস্ব চিত্র

শেষ যাত্রার প্রস্তুতি প্রায় সারা। খাটে তুলে দেওয়া হয়েছে দেহ। সাজানো হচ্ছে ফুল মালায়। তার মধ্যেই হঠাৎ নড়ে উঠল দেহ। কেঁদে উঠলেন ৭৬-এর বৃদ্ধা। মহারাষ্ট্রের বারামতির মুধুল গ্রামে ঘটে যাওয়া ঘটনায় অবাক সকলেই।

Advertisement

বৃদ্ধা শকুন্তলা গায়কোয়াড় ভুগছিলেন জ্বরে। করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছিল। বাড়িতে নিভৃতবাসে ছিলেন তিনি। ক্রমে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। শেষে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় বারামতির একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে একটিও শয্যা খালি না থাকায় দীর্ঘ ক্ষণ গাড়িতেই তাঁকে নিয়ে অপেক্ষা করতে থাকেন পরিবারের লোকেরা। কিন্তু তার মধ্যেই জ্ঞান হারান শকুন্তলা। পরিবারের লোকেরা ভাবেন, মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল থেকে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে চলে যান তাঁরা। পরিবারের বাকি লোকেদের খবর দেওয়া হয় শেষকৃত্যের জন্য।

পরিবারের লোকেরা শেষকৃত্যের ব্যবস্থা করতে থাকেন। খাট আনা হয়। সেখানে তুলে দেওয়া হয় দেহ। চূড়ান্ত প্রস্তুতির মুহূর্তেই ঘটে চমকপ্রদ ঘটনা। হঠাৎ কাঁদতে শুরু করেন শকুন্তলা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। খবর যায় স্থানীয় থানায়। বারামতির একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তাঁর চিকিৎসা চলছে সেখানেই

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement