Female Priest Arrested

রোগ সারাতে ছেলেকে আশ্রমে নিয়ে গিয়েছিলেন মা, ওড়িশায় বলি দিয়ে দিলেন মহিলা পুরোহিত

সারা রাত ধরে আচার-অনুষ্ঠান চলবে তা জানিয়ে ১৪ বছর বয়সি যুবকের মাকে আলাদা ঘরে ঘুমোতে যাওয়ার নির্দেশ দেন মহিলা পুরোহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ভুবনেশ্বর শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১১:১৭
Share:

—প্রতীকী চিত্র।

নরবলির অভিযোগে ওড়িশা পুলিশের হাতে গ্রেফতার স্থানীয় আশ্রমের এক মহিলা পুরোহিত এবং তাঁর তিন পুত্র। রবিবার ওড়িশার তুসারা গ্রামে তল্লাশি চালিয়ে ঋতাঞ্জলি বাগ নামে ওই মহিলা পুরোহিতের পাশাপাশি তাঁর তিন পুত্রকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রোগ সারিয়ে দেওয়ার নামে এক ১৪ বছর বয়সি এক বালককে বলি দেন ওই চার অভিযুক্ত।

Advertisement

ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় ওড়িশার কিয়াকত থানার দ্বারস্থ হয়েছিলেন যুবকের মা। পুলিশের কাছে তিনি জানান, তাঁর ছেলে বেশ কিছু দিন ধরে অসুস্থ বোধ করছিল। সেরে না ওঠায় ২২ জুলাই ঋতাঞ্জলির আশ্রমে ছেলেকে নিয়ে যান তিনি। মহিলার দাবি, আচার-অনুষ্ঠান করে ছেলের রোগ সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ঋতাঞ্জলি। সারা রাত ধরে আচার-অনুষ্ঠান চলবে তা জানিয়ে ১৪ বছর বয়সি যুবকের মাকে আলাদা ঘরে ঘুমোতে যাওয়ার নির্দেশ দেন মহিলা পুরোহিত।

পরের দিন ছেলের সঙ্গে দেখা করতে চাইলে আশ্রমের কোথাও তাকে খুঁজে পাননি যুবকের মা, থানায় গিয়ে এমনটাই দাবি করেন তিনি। কিন্তু মহিলার কথা শোনার পরেও থানায় কোনও অভিযোগ দায়ের করেননি সেখানকার পুলিশকর্মীরা। গ্রামবাসীরা পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দিলে টনক নড়ে পুলিশের। তার পরে মহিলার অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে তারা। বারিনি জঙ্গল থেকে যুবকের পচাগলা দেহ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যুবকের দেহের নীচের অংশ মেলেনি। উপরের অংশে পচন ধরেছিল। দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানার নিকটবর্তী রাস্তা ঘিরে ফেলেন তাঁরা। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করার আশ্বাস দেয় পুলিশ। তার পর রাস্তা থেকে সরে যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, মহিলা পুরোহিত এবং তাঁর তিন পুত্রকে জিজ্ঞাসাবাদ করছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement