প্রতিনিধিত্বমূলক ছবি।
ঝাড়খণ্ডে রেলসেতুর নাটবোল্ট খুলে রাখার অভিযোগ। রাতের অন্ধকারে কেউ বা কারা নাটবোল্ট খুলে রেখে গিয়েছিলেন। ঠিক সময়ে তা দেখতে পান রেলকর্মীরা। যে কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
ঝাড়খণ্ডের হাতিয়া-রৌরকেল্লা রেললাইনে সুবর্ণরেখা রেলসেতুর উপর শুক্রবার রাতে তিনটি নাটবোল্ট খোলা হয়েছিল। রেলের আধিকারিকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। তাঁরাই ওই সেতু মেরামত করে দেন। সেই সঙ্গে থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
রাঁচী রেল ডিভিশনের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানিয়েছেন, এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। রেলের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এই কাজ করলেন, তাঁদের উদ্দেশ্য কী, তদন্ত করে দেখা হবে।
মাসখানেক আগেই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশা। বালেশ্বরের বাহানগা বাজারের কাছে লাইনচ্যুত হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। ২৯১ জনের মৃত্যু হয়েছে সেই দুর্ঘটনায়। আহতের সংখ্যা হাজারের বেশি। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ঝাড়খণ্ডে রেলসেতুর নাটবোল্ট খোলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল।