National News

এনপিআর-এ নাম রাখতে এ বার বাড়তি ঝক্কি, জেনে নিন কী কী লাগবে

১০ বছর আগে এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য এই সবের প্রয়োজন হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৩
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

স্বাধীনতার ৭৩ বছরের মাথায় নাগরিকদের ফের ভারতের নাগরিকত্ব প্রমাণের পরীক্ষায় বসতে হবে আগামী বছরে। নাগরিকত্ব টিঁকিয়ে রাখার জন্য তাঁদের পোহাতে হবে আরও বেশি ঝক্কি, ঝামেলা। তাঁদের এমনকী, জমা দিতে হবে মা, বাবার জন্মতারিখ ও জন্মস্থানের নথিপত্রও! না হলে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) থেকে বাদ পড়ে যেতেও পারে আমার, আপনার নাম।

Advertisement

১০ বছর আগে এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য এই সবের প্রয়োজন হয়নি।

এখানেই শেষ নয়, এ বার নাম নথিভুক্ত করাতে উল্লেখ করতে হবে নতুন মোট ৮টি বিষয়। যার মধ্যে রয়েছে আধার কার্ডের নম্বর। যা বাধ্যতামূলক।

Advertisement

এ ছাড়াও জানাতে হবে মোবাইল ফোনের নম্বর, মা ও বাবার জন্মতারিখ, জন্মস্থান, আগের বাড়ির ঠিকানা, ভারতীয় পাসপোর্টের নম্বর (থাকলে), ভোটার আইডি কার্ড ও ‘প্যান’ কার্ডের নম্বর। জানাতে হবে গাড়ির লাইসেন্সের নম্বরও (থাকলে)।

২০১০-এ এনপিআর-এ নাম নথিভুক্ত করানোর জন্য মা ও বাবার নাম আলাদা ভাবে জানাতে হত। এ বার মা বা বাবা যে কোনও এক জনের নাম জানালেই হবে। বিবাহিত হলে মা বা বাবার নাম না জানিয়ে শুধু স্বামী বা স্ত্রীর নাম জানালেও চলবে।

তবে এ বার এনপিআর-এ নাম নথিভুক্ত করাতে আগে যে বাড়িতে থাকতেন, সেই ঠিকানাও পুরো লিখতে হবে। প্রমাণ-সহ। সঙ্গে লিখতে হবে নাম, পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক, পুরুষ না মহিলা, জন্মতারিখ, জন্মস্থান। জানাতে হবে আপনি বিবাহিত না অবিবাহিত, আপনার শিক্ষাগত যোগ্যতা কী, পেশা/অন্যান্য কাজকর্ম কী, যেখানে আছেন তার ঠিকানা, সেখানে কত দিন ধরে আছেন, জাতি ও আপনার স্থায়ী ঠিকানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement