এ বার থেকে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট (নিট) বাংলাতেও দিতে পারবেন পড়ুয়ারা। বুধবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে মোট ৮টি ভাষায় এই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। হিন্দি, ইংরেজি ছাড়াও তার মধ্যে রয়েছে বাংলা, অসমিয়া, গুজরাতি, মরাঠি, তামিল ও তেলুগু।
তবে স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, বিভিন্ন ভাষায় এই পরীক্ষা নেওয়া হলেও ভর্তির ক্ষেত্রে মেধা তালিকাই অগ্রাধিকার পাবে। অর্থাৎ যে কোনও ভাষাতেই পরীক্ষা দিন না কেন, মেধার ভিত্তিতেই দেশের যে কোনও কলেজে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা।
গত মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে আলোচনা হয়। আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে এই নয়া ব্যবস্থা।