যেন প্রায় আসল। —নিজস্ব চিত্র
খবরটা সবে নিশ্চিত হয়েছে। শুক্রবার এনআইএ-র এক কর্তার কথায়, ‘‘ভেবেছিলাম, মাস ছ’-সাত অন্তত নিশ্চিন্ত থাকা যাবে। কিন্তু তিন মাসেই বুঝি ঘুম ছুটল!’’
উদ্বেগের কারণ, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এক সঙ্গে প্রায় ২৩ লক্ষ ভারতীয় টাকার জাল নোট উদ্ধার হয়েছে। সবটাই গত নভেম্বরে বাজারে আসা নতুন ২০০০ ও ৫০০ টাকার নোটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে কয়েক জনকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে বলেও খবর পেয়েছে এনআইএ-র মালদহ ইউনিট।
দিন পাঁচেক আগের ওই ঘটনা সম্পর্কে এখনও সবিস্তার তথ্য না-এলেও এক এনআইএ কর্তার কথায়, ‘‘চাঁপাই নবাবগঞ্জে ধরা পড়া নোটগুলি সাধারণ ছাপাখানায় নয়, কোনও সিকিউরিটি প্রেস বা টাঁকশালে ছাপা। এই কারণেই আমরা উদ্বিগ্ন।’’ এনআইএ-র দাবি, সম্ভবত এ-ই প্রথম টাঁকশালে ছাপা নতুন ২০০০ ও ৫০০ টাকার জাল নোট মিলল। তা ছাড়া, নতুন ৫০০ টাকার নোট জাল হওয়ার কথাও এত দিন জানা যায়নি। এনআইএ-র অফিসাররা আক্ষেপ করছেন— বড় জোর মাস তিনেক রোখা গেল জাল নোট। এত তাড়াতাড়ি ভাল মানের জাল নোট পড়শি দেশের টাঁকশাল ছেপে বার করে দেবে, সেটা বোধ হয় তাঁরা ভাবতে পারেননি।